আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার

ফতুল্লা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত সাব্বিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব-১১ জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‍্যাবের বরাতে জানা যায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা ফতুল্লা ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছিল।

গ্রেপ্তারের পর আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন