আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৪: ৫৫
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় আড়াইহাজার সদর বাজারের আল আমিন ফার্মেসিকে ৩০ হাজার এবং জামাল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল বিভিন্ন বাজারে মেয়াদ উত্তীর্ণ এবং লাইসেন্সবিহীন দোকানে ওষুধ বিক্রি হচ্ছে। অভিযানকালে অভিযোগের সত্যতা পেয়ে দুই ফার্সেসিকে জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে বাজারের বেশির ভাগ দোকানি ফার্মেসি বন্ধ করে পালিয়ে যায়।

নঈম উদ্দিন আরো জানান, এক মাসের মধ্যে ফার্মেসির কাগজপত্র ঠিক না করলে আবার অভিযান পরিচালনা করা হবে। তাদের এক মাসের সময় দেয়া হয়েছে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত