আমগাছে ঝুলছিল বৃদ্ধের লাশ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১০
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১৯

গাজীপুরের শ্রীপুরে বনের ভেতরে আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার প্রহলাতপুর ইউনিয়নের বনখড়িয়া চিলাই নদীর তীরের বন থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতের নাম আব্দুল আলী। ৫০ বছর বয়সী আলী একই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তিনি প্রতিবন্ধী ছিলেন।

নিহতের ভাই আসাদুল বলেন, সকালে খাবার না খেয়ে বাড়ি থেকে বের হন আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। একপর্যায়ে বাড়ির পাশে বনের ভেতর আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই মাহবুব জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত