সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১২: ৪২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ রিফাত হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় মিজমিজি উত্তরপাড়া এলাকার খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সুমন (৩৯) নামে তার এক সহযোগীকে পলাতক দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত রিফাত বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামের সুমন হোসেনের ছেলে। পলাতক সুমন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদকের ব্যবসা করছিল।

ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাড়া বাসা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগী সুমন পলাতক রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত