ফতুল্লায় সন্ত্রাসী ইভনকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ১৯

ফতুল্লায় শত্রুতার জেরে ইভন নামের এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে আরেক সন্ত্রাসী গ্রুপ। রোববার রাত ৭টায় ইসদাইর পৌর স্টেডিয়ামের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ইসদাইর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত ইভন ফতুল্লার ইসদাইর সুগন্ধা এলাকার আজম বাবুর ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৭টায় ইভন ইসদাইর পৌর স্টেডিয়ামের সামনে যান। তাকে একা পেয়ে একই এলাকার সন্ত্রাসী তিন সহোদর সাইফুল ওরফে পাগলা সাইফুল, সফিকুল ও বাবু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইভনকে গুরুতর জখম করে। আহত ইভনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। রাত ১১টায় সেখানেই তার মৃত্যু হয়।

সূত্রমতে, সাইফুল ওরফে পাগলা সাইফুল ইসদাইর মোড়ে মাদক ব্যবসা করে আসছিল। মাস চারেক আগে সেই স্পটে গিয়ে হানা দিয়েছিল ইভন। মাসোহারা আদায় করতে গেলে ইভনকে মারধর করে সাইফুল ও তার সাঙ্গপাঙ্গরা। সেই ঘটনার জেরে সাইফুল ও তার দুই ভাই সফিকুল ও বাবুকে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছিল ইভন বাহিনী। সেই হামলার জেরেই আজ ইভনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইভন কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। সে একটি গ্যাংয়ের প্রধান ছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত