কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২০: ৫৭
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ২১: ৪২

গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ সংবাদ প্রচার ও থানায় অভিযোগে তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) শনিবার বিকেলে কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এর সংবাদ সম্মেলন করেন।

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার লিখিত বক্তব্যে জানান, তার স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব।

৪ নভেম্বর তারিখে কাপাসিয়া থানাধীন রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় শ্রীপুর হতে আসা সাংবাদিক দ্বয়ের উপর হামলার প্রেক্ষিতে সাংবাদিক মোজাহিদ কাপাসিয়া থানায় হত্যা চেষ্টার একটি লিখিত অভিযোগ করেন।

অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে ওই দিন আমার স্বামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সাহেবের নির্বাচনী প্রচারণায় তাহার সাথে উপজেলার খিরাটী, ঘাগটিয়া ও সনমানিয়া এলাকায় সকাল সাড়ে ১০টা হতে রাত ৮টা পর্যন্ত রাজনৈতিক সমাবেশে ছিল। উক্ত রাজনৈতিক সমাবেশে স্ব-শরীরে উপস্থিত থেকে সমাবেশের লাইভ ভিডিও আমার স্বামী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক আইডিতে) লাইভ শেয়ার করেন। এতে প্রতীয়মান আমার স্বামী উক্ত ঘটনার সাথে জড়িত নয়। তথ্য যাচাই-বাছাই না করে একটি স্বার্থান্বেষী মহলের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে আমার স্বামীকে আসামি করা হয়েছে। সঠিক তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে। আমার স্বামী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিগত স্বৈরশাসকের আমলে তার ওপর হামলা মামলা করা হয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত একটি (ভিডিও) সংবাদ প্রচার করা হয়েছে। এতে আমার স্বামীসহ আমার পরিবারের মানহানি ঘটেছে এবং আমার স্বামীকে দলীয় পদ হতে বহিষ্কার করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক। আমি আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট তথ্যবিহীন সংবাদ প্রচার এবং অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার স্বামীর বিরুদ্ধে সকল মিথ্যা অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তপূর্বক ন্যায়বিচার দাবিসহ আমার স্বামীকে মিথ্যা অভিযোগের দায় হতে অব্যাহতির দাবি জানাচ্ছি।

কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক অমিতাভ জানান, এই ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে মামলা তদন্ত করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে বাড়িতে পাওয়া যায়নি়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান।

এ ব্যাপারে শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা এম এম রহমান রিপন তার ফেসবুক পেজে উল্লেখ করেন, ‘কাপাসিয়ার ভুলেশ্বর মৌজার সরকারি বন হতে শাল গাছ কর্তনের সংবাদটি সঠিক নয়, মূলত জোতভূমি হতে গাছগুলো কর্তন করা হয়েছে। এর আগেও আমরা জরিপ করেছি‌। আজও জরিপ করে নিশ্চিত হলাম। মিথ্যা তথ্য তথা গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো। সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি। আমরা আপনাদের প্রতিপক্ষ নই। স্বল্পসংখ্যক জনবল নিয়ে বিনিদ্র রজনী পার করে হলেও বনজ সম্পদ রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। সেজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতার হাত। সেটা না করে বন কর্মকর্তাদের যোগসাজশে সরকারি গাছ কর্তন নামক শব্দটি ব্যবহার করেছেন, তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আশা করি মহান আল্লাহ সুবাহানাতালা আপনাদের বোধশক্তি বাড়িয়ে আলোর পথে ফিরিয়ে এনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হেদায়েত দান করবেন। জনস্বার্থে ফেসবুকে সবাই বিষয়টি শেয়ার করবেন।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

হিন্দুস্তান টাইমসকে হাসিনা: অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভু'ল ছিল

গণহত্যা ঢাকতে চ্যাটজিপিটি-গির্জা, কোটি ডলারের খেলা

তরুণরা সজাগ থাকলে আর কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না

সাংবাদিকদের দলীয় দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত