টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেছেন, আমাদের ভিন্ন ভিন্ন কোন দফা নেই। আমাদের একটাই দফা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যাতে করে সবাই যার যার অধিকার ন্যায্যতার ভিত্তিকে ভোগ করতে পারে। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্ব প্রথম কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পূজা মণ্ডপ পরিদর্শন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। ভোটের জন্য নয়। প্রত্যেকে যেন যার যার ধর্ম তাদের নিজেদের মতো করে পালন করতে পারে তা নিশ্চিত করার জন্যই জামায়াত পূজা মণ্ডপে গিয়েছে, পূজা উদযাপন করার জন্য নয়।
মতবিনিময় সভায়, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াহ ইয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাহজাহান, তথ্য প্রযুক্তি প্রধান ইসমাইল হোসেন, পৌর বংশাই শাখার অর্থ সম্পাদক মাসুম সিকদার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

