আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে এ বিক্ষোভ করে শ্রমিকরা।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক করে বিক্ষোভ করেছে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলছে থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকটি তারিখ দিয়েছে। সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের জন্য আজ সর্বশেষ তারিখ ছিলো। কিন্তু আজও বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এজন্য মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু শ্রমিকরা কিছুতেই সড়ক ছাড়ছে না। এসময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে মহাসড়ক থেকে সরানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...