আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদ্মায় ধরা পড়লো সাড়ে ১৪ কেজির ঢাই, ক্রেতা খুঁজছেন ব্যবসায়ী

জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

পদ্মায় ধরা পড়লো সাড়ে ১৪ কেজির ঢাই, ক্রেতা খুঁজছেন ব্যবসায়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের বিলুপ্তপ্রায় প্রজাতির এক বিশাল ঢাই মাছ। বিরল এই মাছটি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০ টাকায় কিনেছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। তিনি এখন মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সুনাই হালদার তার সহযাত্রীদের নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ফজরের আজানের আগে তাদের জালে ধরা পড়ে বিশাল একটি ঢাই মাছ।

পরে সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসেন সুনাই হালদার। সেখানে নিলামের মাধ্যমে ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা জানান, তিনি দেশি-প্রবাসী ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। কেজিতে এক-দুইশ’ টাকা বেশি পেলেই মাছটি বিক্রি করবেন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন