কৃষকের ৬ শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৪: ৪২

গাজীপুরের কাপাসিয়ায় এক কৃষকের ছয় শতাধিক কলা গাছ কেটে ফেলা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় টোকনগর গ্রামের ইউপি মেম্বার শফিকুল ইসলাম কবিরসহ চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত রুস্তম আলী।

অভিযোগে বলা হয়, ওই কৃষক প্রায় এক যুগ আগে কবির মেম্বারের কাছ থেকে দেড় বিঘা জমি কিনে ভোগদখল করছেন। তিন-চার বছর ধরে জমি অর্ধেক দামে বিক্রি করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি রাজি না হওয়ায় বাউন্ডারি ওয়াল দিয়ে জমি দখলের হুমকি দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত রুস্তম আলী বলেন, তার ক্ষেতে কলা পাকা শুরু হয়েছিল। দেড় বিঘা জমিতে কলা চাষে তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গাছগুলো কেটে ফেলায় তিনি এখন বড় বিপদে পড়েছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত