নারায়ণগঞ্জের বন্দরে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১০: ২৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকায় তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুজনের নাম শাওন ও ওবায়দুল্লাহ। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

জানা গেছে, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনে দ্রুতগতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। স্থানীয়রা লরিটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পরই গাড়িচালক পালিয়ে গেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত