নারায়ণগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৯: ৪৩
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২১: ১৪
  • নারায়ণগঞ্জের বন্দর থেকে ১৪ কেজি গাঁজাসহ মোছা. সাথী মনি (২০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় বন্দরের রাফি ফিলিং স্টেশনের সামনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -১১ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার সাথী দিনাজপুরের বিরামপুর থানার শান্তিনগর এলাকার মো. তাইজুল ইসলামের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। র‍্যাব-১১ এর একটি দল অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করে।

বিজ্ঞাপন

গ্রেফতার আসামির বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত