আমরা চাই মানবিক বাংলাদেশ গড়ে উঠুক: আফরোজা খানম

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৩২

সুন্দর, রুচিশীল এবং মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মানিকগঞ্জে শুরু হয়েছে 'প্রশাসন কাপ' ফুটবল প্রতিযোগিতা-২০২৫।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাটুরিয়ার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

'আমরা চাই আগামীর বাংলাদেশ সুন্দর, রুচিশীল, মানবিক দেশ হিসেবে গড়ে উঠুক' মন্তব্য করে আফরোজা খানম রিতা বলেন, 'বিগত ১৭ বছরে সমাজে অনেক দুর্নীতি দেখা গেছে। তবে বর্তমানে জেলা প্রশাসকসহ সব কর্মকর্তা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আজকের ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজন তারই প্রমাণ।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, 'খেলাধুলায় মানুষ বেশি আনন্দ পায়। আমরা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। মানিকগঞ্জের মানুষ খুবই ভালো। এই টুর্নামেন্ট যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সাহায্য করবে।'

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হরগজ ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে ধানকোড়া ইউনিয়ন জয়লাভ করে। উভয় দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসাইন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, এবং সাটুরিয়া উপজেলা জামায়াতের আমির আবু সাঈদ বিএসসি।

টুর্নামেন্টে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতা আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত