পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২: ৪৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা যায়, ইতি আক্তার (২৫) ও তার স্বামী বিল্লাল (৩৫) ওই এলাকায় ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। প্রায়ই ঝগড়া হতো তাদের।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামী তার স্ত্রীকে রুটি বানানোর বেলন দিয়ে উপর্যুপরি পিটিয়ে হত্যা করে। স্বামীকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে চিৎকার শুনে ওই কক্ষের সামনে গেলে বিল্লাল দেরি করে দরজা খোলে। ভেতর ঢুকে ইতি আক্তারের রক্তাক্ত নিথর দেহ মেজেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ আসে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত