আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২২ মে ২০২৫, ১৪: ১০
আপডেট : ২২ মে ২০২৫, ১৪: ১১
সিলিন্ডার বিস্ফোরণ: ফাইল ফটো

নারায়ণগ আড়াইহাজারে একটি ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মিথিলা টেক্সটাইল মিলের পরিচালক হিমেল খান জানান, এই কারখানার পাশে শ্রমিকরা একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। ওখানে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চার জন শ্রমিক দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা েহয়েছে। আমরা তাদের খবর রাখছি। কারো অবস্থা গুরুতর নয়।

দগ্ধরা হলেন কামরুল হাওলাদার (৩০), বার্ন ৩.৫০ শতাংশ, আতিক (২৫), বার্ন ৫ শতাংশ, সোহাগ (৩২), বার্ন ১.৫০ শতাংশ, মো. আফ্রিদী ( ২৪), বার্ন ৮ শতাংশ।

ফায়ার সার্ভিস আড়াইহাজারের ইনচার্জ রবিউল হাসান বলেন, দগ্ধদের ঢাকা মেডিকেলের বান ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা গ্রিন জোনে আছেন।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত