দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নেতাদের সাথে বিএনপির মতবিনিময়

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫৩

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় দুর্গাপূজা উদযাপন ভীতিহীন, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে যাতে পালিত হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের এ উৎসবকে আনন্দময় করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাস, পাটবাজার সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ শীল, উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক আব্দুল খালেক, বিএনপি নেতা সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত