ফতুল্লায় বিদেশি পিস্তলসহ একজন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বটতলার বাসিন্দা। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপর আসামি মো. সাজু আহাম্মেদ (৩৫) পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টায় ফতুল্লার নিশিন্তপুর শরীফবাগ কুতুবপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার ভোরে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম জানান, র‍্যাব-১০ আসামিকে ফতুল্লা থানার কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত