খুদে দাবাড়ু মুনতাহার পাশে আছেন তারেক রহমান

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৮: ৩৭

১৮ সেপ্টেম্বর কাজাকিস্তানে ফিদে ওয়ার্ল্ড টুর্নামেন্ট শুরু হবে। আসন্ন এ আসরে নারায়ণগঞ্জের খুদে দাবারু সিদরাতুল মুনতাহা সুযোগ পেয়েছেন। কিন্তু স্পন্সরের অভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল তার। এই খবর মিডিয়ার মাধ্যমে জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বুধবার সকালে তারেক রহমানের পক্ষ থেকে সিদরাতুল মুনতাহার নারায়ণগঞ্জের চাষাড়ার বাড়িতে আসেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে মুনতাহার হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন।

এ সময় আমিনুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনূর্ধ্ব-১২ ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহার পাশে সহযোগিতা নিয়ে এসেছি। বিএনপি তার পাশে আছে। আগামী ১৮ সেপ্টেম্বর কাজাকিস্তানে ফিদে ওয়ার্ল্ড টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টে একজন প্রতিভাবান খুদে দাবাড়ু অর্থাভাবে অংশ নিতে পারবেন না, বিষয়টি আমাদের নজরে আসার পরপরই কাজ শুরু করি।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুঁড়ি নতুন করে চালু করা হবে। ভবিষ্যতে নতুন কুঁড়ি স্পোর্টস নামে একটি প্রোগ্রাম চালু করা হবে। ওই প্রোগ্রামের মাধ্যমে সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে জাতীয়ভাবে সহযোগিতা করা হবে।

এদিকে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিদরাতুল মুনতাহা বলেন, আমি সত্যিই অবাক হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফুটবলার আমিনুল ইসলাম আমাদের বাড়িতে এসেছেন। বিষয়টি আমার কাছে স্বপ্নের মতো লাগছে। এই টুর্নামেন্টে অংশ নিয়ে আমার রেটিং বাড়াতে পারবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত