সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে নারী-পুরুষের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৯: ৩১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ডিএনডি লেক ও সওজের সিএনবি কলোনি এলাকায় লাশ দুটি পাওয়া যায়।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, সকাল ৯টায় পাইনাদী সিআই খোলা এলাকার ডিএনডি লেকে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লেকে ফেলে দেয়া হয়েছে।

এর আধা ঘণ্টা পর শিমরাইল এলাকায় সওজের (সড়ক ও জনপথ) সিএনবি কলোনির একটি বাসা থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়। লাকি স্থানীয় রুবেল মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে নীরব নামে এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। প্রায়ই নীরবের বাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও তিনি সেখানে গেছে। সকালে তার লাশ উদ্ধারের পর থেকে নীরব পলাতক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “আমরা নীরবের বাসা থেকে লাকির লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।”

দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত