আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না: মামুন মাহমুদ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ৩১

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের রাজনীতি করি। অনেকেই আছেন ভাইয়ের রাজনীতি করে দলের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করেন। এই ফাঁদে কেউ পা দেবেন না। অনেকে জীবন দিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, অনেক জেল জুলুমের পর ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ, কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ।

মামুন মাহমুদ আরো বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যেই ৩১ দফা দিয়েছেন সেটি বাস্তবায়ন করতে হবে, জনগণকে বুঝাতে হবে তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আর দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।

লিফলেট বিতরণ শেষে হাটখোলা সমাজ উন্নয়ন সংসদে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত