টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩৮
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৭

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম। তিনি জানান, মঙ্গলবার বিকেলে সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে তিনিসহ টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫), জয় হাসান (২৫) ও পথচারী বাবু হাওলাদার (২০) এবং আশিক (১৭) আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদের মৃত্যু হলো। তবে নূরুল হুদার অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত: সোমবার বিকেলে টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল নামক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেমিক্যালের ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ফায়ারকর্মীসহ পথচারীরা অগ্নিদগ্ধ হন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত