আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘন কুয়াশায় চার গাড়ির সংঘর্ষে নিহত ১, হতাহত বহু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ঘন কুয়াশায় চার গাড়ির সংঘর্ষে নিহত ১, হতাহত বহু

গোপালগঞ্জে ঘন কুয়াশার কবলে চার গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস। ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় ওই দুই যানবাহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যান ও ঢাকাগামী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ২০ জন।

খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। চারটি যানবাহনের সংঘর্ষের কারণে ঢাকা-খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...