ঘন কুয়াশায় চার গাড়ির সংঘর্ষে নিহত ১, হতাহত বহু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৪৪
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৫১

গোপালগঞ্জে ঘন কুয়াশার কবলে চার গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস। ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় ওই দুই যানবাহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যান ও ঢাকাগামী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ২০ জন।

খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। চারটি যানবাহনের সংঘর্ষের কারণে ঢাকা-খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত