ওসিকে শাড়ি-চুড়ি উপহার: ২ দিনে ৩০ 'ছিনতাইকারী' আটক

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১: ৩৩

কিশোরগঞ্জের ভৈরবে অব্যাহত ছিনতাইয়ের প্রতিবাদে ছাত্র-যুবসমাজের বিক্ষোভ ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জন্য শাড়ি-চুড়ি নিয়ে যাওয়ার পর দু্থদিনে ৩০ জনকে আটক করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা সবাই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো আবুল কাসেম ওরফে হাসু (৪৫), শামীম মিয়া (২৯), সোহরাফ হোসেন ওরফে আবুইল্লাহ (২৮), খোরশেদ আলম (৪০), মামুন (২৬), সোলায়মান মিয়া (৩৫), রাশেদ মিয়া (২৮) ও আরিফুল ইসলাম (২৮)।

এর আগে রোববার গ্রেপ্তার করা হয় সবুজ (২৩), হেলাল (২৫), নাঈম (২৩), রায়হান (২০), আরাফাত (৩৩), ওসমান (১৮), সোহেল মিয়া (২৮), মো. ফুল মিয়া (৩৬), হৃদয় (২৫), রনি মিয়া (৩২), বিল্লাল মিয়া (২০), সানি (৩৩), বিজয় (২৮), সুমন (২০), মাহিন (২১), নামিন (২০), মনির হোসেন (২৮), ফরহাদ (২৫), আকাশ (৩২), গোলাম মোস্তফা (৪২), জনি (২৬) ও দুলাল (৪৫) নামে ২২ ছিনতাইকারিকে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়ার পথে প্রকাশ্যে ছিনতাইকারীর কবলে পড়ে একটি পরিবার। অসুস্থ বাবার চিকিৎসার জন্য ঢাকাগামী তিতাস ট্রেনে যাওয়ার সময় পেরৗ কবরস্থানের সামনে ছিনতাইয়ের শিকার হন মাসহ

এক ছেলে। তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছিনতাই চক্রের ছয় সদস্য।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সেখান থেকে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় যান তারা। ছিনতাই বন্ধে ওসিকে দিয়ে আসেন তিন দিনের আলটিমেটাম। এ সময় ওসি ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা চলে যান।

এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে, তা স্বীকার করে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রূহানি বলেন, পুলিশ প্রতিদিনই চোর ও ছিনতাইকারী গ্রেপ্তার করছে। কিন্তু তারা বেশি দিন কারাগারে থাকে না। সহজেই জামিনে বেরিয়ে আসে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত