টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৯

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহ্বায়ক ও আলাউদ্দিন সুমনকে সদস্য সচিব করা হয়েছে।মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে গাজীপুর মহানগর ছাত্রদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত কমিটির ঘোষণা দেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফজলে রাব্বি, যুগ্ম-আহ্বায়ক পদে আদিল মাহমুদ (নিপুন), ইমতিয়াজ আহমেদ সিজান, মো. আরিফ (জীবন), মো. তুষার ভূঁইয়া, আমিনুল ইসলাম নাজমুল, আনিকা ইসলাম আঁখি মনি, সদস্য হিসেবে রয়েছেন নাহিদ চৌধুরী, লিমন মিয়া, শাহ মো. শাহাদাত মন্ডল, মহিন শিকদার পিয়াল, ফাহিম সরকার রিফাত ফয়সাল আহমেদ, আনিক মুন্নি রিজা।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর আশা প্রকাশ করেন, এই কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতৃত্বকে বাছাই করে কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের নেতৃত্বে আগামীতে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ কলেজের সাংগঠনিক কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালিত হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত