ইন্তেকাল করেছেন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১০: ১৫
আপডেট : ০৮ জুন ২০২৫, ১০: ২২

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিদ্দিকী পরিবার সূত্রে জানা গেছে, আজ জোহরের নামাজের পর টাঙ্গাইল শহরে পিটিআই স্কুল মাঠে নাসরিন সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে কাদের সিদ্দিকীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত