টঙ্গীতে বিএনপি নেতা হাসান সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০২
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৭
টঙ্গীতে মতবিনিময় সভায় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার

গাজীপুরের টঙ্গীতে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গীর দত্তপাড়ায় সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান সরকার বলেন, মাদক আজ সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে যুবসমাজের ধ্বংস অনিবার্য। যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে দেশের রাজনীতির হাল ধরার মতো কেউ থাকবে না।

সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী বাবর আলী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত