সিদ্ধিরগঞ্জে গলা কেটে নারীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২: ২৭
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২: ২৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীর দায়ের করা মামলায় প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার রাতে ঝালকাঠির নলছিটি থানাধীন তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত নীরবকে আটক করা হয়। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সড়ক ও জনপথের (সওজ) কলোনিতে নীরবের বাসা থেকে সাবিনা আক্তার লাকির গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল বাদী হয়ে নীরবসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগ রয়েছে, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী নীরবের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। প্রায়ই নীরবের বাসায় যাতায়াত করতেন লাকি। ১২ আগস্ট রাতেও লাকি সেখানে গিয়েছিলেন। ১৩ আগস্ট সকালে তার লাশ উদ্ধারের পর থেকে নীরব পলাতক ছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত