১০ দিনের ছুটি শেষে চালু হয়েছে বেনাপোল স্থলবন্দর

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৪: ২৬
আপডেট : ১৫ জুন ২০২৫, ১৪: ২৭
বেনাপোল স্থলবন্দর

টানা ১০ দিনের ছুটি শেষে আজ থেকে চালু হয়েছে দেশের সর্ববৃহৎ যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ লম্বা ছুটি শেষে সকাল থেকে বন্দর ও কাস্টমসের সব বিভাগ খোলা হলেও প্রথম দিন কুশল বিনিময়সহ অনেকটা খোশমেজাজে সময় পার করতে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীদের।

বিজ্ঞাপন

প্রথম দিন সেবাগ্রহীতাদের খুব বেশি ভিড়ও লক্ষ করা যায়নি। গত ৫ জুন দীর্ঘ ছুটি শুরু হয় বন্দরে। তবে এ সময়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারী যাত্রীদের দুই দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক ছিল।

এদিকে, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রাখতে ঈদের দিন ব্যতীত বাকি দিনগুলোতে বন্দরের কার্যক্রম সীমিত পরিসরে খোলা রাখা হয়। তবে এ সময়ে তেমন একটা আমদানি-রপ্তানি বা অন্য কোনো কাজে বন্দরে আসেননি বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তারিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, টানা ১০ দিন পণ্য খালাস বন্ধ থাকায় সরকারের ২৫০ কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও জমেছিল পণ্যজট। এখন খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্যজট।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঈদের লম্বা ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে স্বাভাবিক ছিল পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, টানা ১০ দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোতে বন্দরের কার্যক্রম সীমিত পরিসরে খোলা রাখা হলেও তেমন একটা কাজে আসেননি বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, আজ থেকে পুরোদমে চালু হয়েছে কার্যক্রম। দেশের ৭৫ শতাংশ শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানার কাঁচামালসহ বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি হয় দেশের সর্ববৃহৎ এই বন্দর দিয়ে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত