মাগুরার শ্রীপুরে মসজিদের বাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে চোরকে ধরে ফেলেছে মুসল্লিরা। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে উপজেলার নাকোল হাজী আকমল হোসেন মসজিদ ও মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফজরের নামাজ শেষ করে মুসল্লিরা যার যার মতো মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর চোর মসজিদের ভেতরে থাকা দান বাক্স হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। এরপর দান বাক্সে থাকা নগদ অর্থ নিজের পকেটে রাখার সময় মুসল্লিদের সন্দেহ হলে তারা ফিরে এসে ঘটনাটি দেখতে পেয়ে, চোরকে হাতেনাতে ধরে ফেলে।
মুসল্লি মিজানুর রহমান জানান, এ নিয়ে পরপর তিনবার দান বাক্স ভেঙে টাকা চুরি করা হয়েছে। চোরকে বেদম মারপিট করার পর তিনবারের কথাই সে স্বীকার করেছে। পরবর্তীতে ওই ইউনিয়নের প্যানেল গোলাম মোস্তফা চোর নাকোল গ্রামের জাহাঙ্গীরের ছেলে পলাশকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেয় ।

