আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ত্রসহ ইমান ডাকাত আটক, থানায় হস্তান্তর

জেলা প্রতিনিধি, মেহেরপুর
অস্ত্রসহ ইমান ডাকাত আটক, থানায় হস্তান্তর

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমান আলী ওরফে ইমান ডাকাত গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, সেনাবাহিনীর একটি টিম মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে ইমান ডাকাতের বাড়িতে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে ইউএসএ’র তৈরি একটি ৭.৬৫ মিমি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইমান ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন