প্রাইভেটকারে এলজিইডি অফিসে এসে আটক আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৬: ২৩
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৬: ২৬

ঝিনাইদহ এলজিইডি অফিস থেকে আটক করা হয়েছে এক আ.লীগ নেতাকে। আটক শামীম মোল্লা শৈলকূপা উপ‌জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি।

বিজ্ঞাপন

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, বুধবার দুপুরে শামীম মোল্লা এল‌জিইডি আফি‌সে আসে টেন্ডার সংক্রান্ত কা‌জে। খবর পে‌য়ে ঝিনাইদ‌হের বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোল‌নের সদস্যরা তা‌কে আটক ক‌রে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়। এসময় উত্তে‌জিত ছাত্রজনতা শামীম মোল্লার ব্যবহৃত ঢাকা মে‌ট্রো গ ২৬-৮৯২৩ নম্ব‌রের এক‌টি প্রাইভেট কার ভাঙচুর ক‌রে।

এদি‌কে ঝিনাইদহ সদর থানার ও‌সি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, আটক শামীম মোল্লার বিরু‌দ্ধে ঝিনাইদহ ও শৈলকূপা উপ‌জেলায় একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। তা‌কে আদাল‌তের মাধ্য‌মে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌বে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত