মহেশপুর সীমান্তে ৩১ স্বর্ণের বার উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৭: ০৫

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবি’র সদস্যরা কুমিল্লা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই বার উদ্ধার করে।

শনিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অতিরিক্ত পরিচালক উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

কুমিল্লা পাড়া ৫৮-বিজিবি ব্যাটালিয়ন বিওপির-৩৯ টহল দল মেইন পিলার ৬০/৭০ হতে বাংলাদেশের ৩০০ মিটার অভ্যন্তরে একজন ব্যক্তিকে বৃষ্টির মধ্যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রাক্কালে চ্যালেঞ্জ করা হলে তিনটি পোটলা ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। ওই তিনটি পোটলায় ৩১টি স্বর্নের বার পাওয়া যায়।

বিজিবি সূত্রে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটেলিয়নের অভিযানকালে কুমিল্লাপাড়া এলাকায় থেকে স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

পরে ওজন করে দেখে ৪ কেজি ২০৩.১১ গ্রাম। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। মহেশপুর থানায় জব্দ স্বর্ণ তালিকা তৈরির মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত