কুষ্টিয়ায় দিনমজুরকে ভোররাতে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০: ৪১
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৫: ১০

কুষ্টিয়া সদর উপজেলায় মুসা আলী (৫২) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসা শান্তিডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান আমার দেশকে জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে মুসা ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। পরে রোববার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের ওপর একটি কোপ দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত