ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে আহত ২০ শিক্ষার্থী

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫৩

কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীবাহী "সুহেইল" নামের একটি ভাড়াচালিত বাস দুর্ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়।

বাসে থাকা শিক্ষার্থীরা জানান, চালক ঘুম ঘুম অবস্থায় বাসটি চালাচ্ছিলেন। তার অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

দুর্ঘটনায় আহত ২০ শিক্ষার্থীর মধ্যে ১২ জনকে ইবি মেডিকেল সেন্টারে এবং ৮ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এ সময় তারা আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত