খুলনায় হেলমেট বাহিনীর গুলিতে যুবক আহত

খুলনা ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৯: ৫২

খুলনা মহানগরীর লবণচরা থানার মুজাহিদপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মেহেদী হাসান রোহান (২১) নামে এক যুবক আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরিহিত অজ্ঞাত তিন ব্যক্তি রোহানকে ‘এদিকে আসো, কথা আছে’ বলে ডেকে নিয়ে যায়। পরে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি করে, যা ডান পা ভেদ করে বাম পায়ের গোড়ালির উপরে বিদ্ধ হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত