স্বামীর মৃত্যুর এক মাস পর স্ত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, শালিখা (মাগুরা)
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১৩: ২৮

স্বামীর মৃত্যুর মাত্র এক মাসের ব্যবধানে স্ত্রী আঁখি চক্রবর্তী আত্মহত্যা করেছে। এ ঘটনা মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের।

বিজ্ঞাপন

এ গ্রামের দিলীপ রায়ের পুত্র বাসুদেব রায় ভালোবেসে বিয়ে করেন দীঘল গ্রামের আঁখি চক্রবর্তীকে। এই দম্পতি ছিল এলাকায় খুবই আলোচিত। একজন আরেকজনকে খুব ভালোবাসতো। অনেকে তাদের লাইলি-মজনু বলতেন।

বাসুদেব এক মাস আগে স্ট্রোক করে মারা যান। তার মৃত্যু মেনে নিতে পারননি আঁখি। ১৯ জুন রাতে আত্মহত্যা করেন তিনি। তাদের একটি চার বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। বাবার মৃত্যুর পর মায়ের আত্মহত্যায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো শিশুটির জীবন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত