কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্র্যাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পা হারান ওই নারীর স্বামী। নিহত তারিন হক রিতু (১৯) ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬-দাগ মধ্যপাড়া এলাকার মৃত রাশেদুল হক রতনের মেয়ে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টায় মোটরসাইকেলে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন রিতু ও তার স্বামী। ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইলে ঘাতক ড্রাম ট্র্যাকটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তারিন হক রিতুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তারিন হক রিতুর স্বামী এক পা হারান। তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় ভেড়ামারার ১২ মাইলে ড্রাম ট্র্যাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তারিন হক রিতুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তারিন হক রিতুর স্বামী এক পা হারান।

