সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, পা হারালেন স্বামী

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩৫
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০৭

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্র্যাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পা হারান ওই নারীর স্বামী। নিহত তারিন হক রিতু (১৯) ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬-দাগ মধ্যপাড়া এলাকার মৃত রাশেদুল হক রতনের মেয়ে।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টায় মোটরসাইকেলে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন রিতু ও তার স্বামী। ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইলে ঘাতক ড্রাম ট্র্যাকটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তারিন হক রিতুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তারিন হক রিতুর স্বামী এক পা হারান। তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় ভেড়ামারার ১২ মাইলে ড্রাম ট্র্যাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তারিন হক রিতুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তারিন হক রিতুর স্বামী এক পা হারান।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত