আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা আহত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা আহত

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকে ধাক্কায় ৪ সেনা সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে মহেশপুর টু খালিশপুর রোডের বেলোঘাট ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি গাড়ি সড়কের পাশে খাদে পড়ে গেছে। মহেশপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাভিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মেজর নাভিদ হাসান জানান, শনিবার সকালে উপজেলার খালিশপুর দিকে সেনাবাহিনীর একটি টহল গাড়ির সামনে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৪ সেনা সদস্য আহত হন। সেনা সদস্যরা জানায়,দুর্ঘটনায় পিকআপে থাকা চাঁর সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত সবাইকে সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে বলেও জানায় সেনা সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন