আহত ৩

বিএনপির কাউন্সিলে জাল ভোট দেওয়ায় দু’পক্ষে সংঘর্ষ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২১: ৫৯
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৩: ০৯

সাতক্ষীরার শ্যামনগরে পৌর কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামনগর পৌর সদরের নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন দলটির সাবেক পৌর আহ্বায়ক শেখ লিয়াকত আলী, বিএনপি কর্মী আনোয়ার-উস-শাহাদাত মিঠু ও বাবু।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের দাবি, শ্যামনগর পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন ও ভোট গ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি বেধে যায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, ওয়ার্ডভিত্তিক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের ভোটগ্রহণ চলছিল। ৮ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় শতাধিক জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে একটি পক্ষ ভোট স্থগিতের দাবি জানায়। এতে উত্তেজনার সূত্রপাত হয়।

বিএনপির একাংশের দাবি, ওই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাবেক যুগ্ম সম্পাদক আশেক ইলাহী মুন্নার অনুসারীরা শেখ লিয়াকত আলীর ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে আনোয়ার-উস-শাহাদাত মিঠু ও বাবু হামলার শিকার হন। হামলায় মিঠুর মাথায় প্লাস্টিক পাইপের আঘাতে গুরুতর জখম হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, আহত মিঠুর মাথায় গভীর আঘাত লেগেছে। কয়েকটি সেলাই দিতে হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহত শেখ লিয়াকত আলী বলেন, ভোটে জাল ডেলিগেট অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এর দায় কাউন্সিল পরিচালনায় দায়িত্বে থাকা জেলা নেতারা এড়াতে পারেন না।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা সাংগঠনিক টিমের প্রধান তাসকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

ঘটনার পর পরই শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান ওসি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত