আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি রবিউল ইসলাম ও তার স্ত্রী বানু ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।

বুধবার দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। গত বছর ৫ আগস্টে পর থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের অন্যতম এই সহযোগী।

বিজ্ঞাপন

দুদক সূত্র মতে, রবিউল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে, ১ কোটি ৯১ লাখ ৬১ হাজার ২১৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ৩৭ লাখ ১ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে তার নামে।

অন্যদিকে তার স্ত্রী বানু ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কথা বলা হয়েছে। মামলায় রবিউল ইসলামকেও আসামি করা হয়েছে।

এতে অভিযোগ আনা হয়েছে প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা নিজ পথ পদবী ব্যবহার ও ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন