সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৭: ১৯

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, সেনাবাহিনীর একটি টিম মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে ইমন ডাকাতের বাড়ি তল্লাশি করে।

এসময় তার কাছ থেকে ইউএসএ এর তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইমান ডাকাতের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত