নড়াইলে রেললাইনের পাশে মিললো অজ্ঞাত যুবকের লাশ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১২: ১৬
আপডেট : ১৯ মে ২০২৫, ১২: ১৭

নড়াইলে রক্তাক্ত অবস্থায় এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) সকালে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হলে পুলিশ এসে লাশ হেফাজতে নেয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

f

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত