আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোটচাঁদপুরে মৎস্য প্রকল্পে হামলা, লুটপাট

কাজী মৃদুল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

কোটচাঁদপুরে মৎস্য প্রকল্পে হামলা, লুটপাট

বিআরটির অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মঈদুল ইসলামের ঝিনাইদহের কোটচাঁদপুরের মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে অর্ধকোটি টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে স্থানীয় থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি। বরং ওই সন্ত্রাসীরা তার ওপর হুমকি ধমকি অব্যাহত রেখেছে।

জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার দয়রামপুর গ্রামের বিআরটির অবসরপ্রাপ্ত সহকারী পরিচালকের গ্রামে চিৎলার বিলে নিজের প্রায় ৭০ বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষসহ বিভিন্ন ফলের গাছ রোপণ করেছেন । গত ২০২৪ সালের ৫ আগস্ট এলাকার কিছু দুর্বৃত্ত ওই মৎস্য প্রকল্পের ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সাজানো প্রকল্পের সমস্ত ফলদ বাগান কেটে দেয়। সেই সঙ্গে পুকুরের মাছ, সিসি ক্যামেরা, বিদ্যুতের তারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ওই একই দিনে গ্রামের বাজারে এলাকার মানুষের জন্য নিজের তৈরি লাইব্রেরি ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শাড়ি কাপড় লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এছাড়াও গত ১৪ মাসে দফায় দফায় আরো চারবার মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে পুকুরের দুটি পাড় কেটে দিয়েছে। এতে ভুক্তভোগী মঈদুল ইসলাম এ পর্যন্ত ৫০ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে জানান।

ওই এলাকার জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ঝামেলা একটা হয়েছে। তবে চেষ্টা করছি গ্রামে বসে উভয় পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের। আশা করছি দ্রুতই হবে সমাধান।

এ বিষয়টি নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, ভুক্তভোগী মঈদুল ইসলামের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি এলাকার কিছু লোকজন মঈদুল ইসলামের মৎস্য প্রকল্পের ক্ষতি করেছে। তবে জানতে পেরেছি মঈদুল ইসলামের পুকুরের সামান্য কিছু জমি ও বিলের পানি নিষ্কাশন নিয়ে এলাকায় বিবাদীদের সঙ্গে ঝামেলা রয়েছে। এ রেষারেষি নিয়ে এমন ঘটনাটি ঘটেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন