মোংলায় বন্দর কর্মচারী গুলিবিদ্ধ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ২৩: ০৬
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৫: ০৬

মোংলা বন্দর শিল্প এলাকায় আসিফ নাঈম নামে বন্দরের এক কর্মচারী সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপণী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর এডহক কমিটির সদস্য আসিফ নাইম জানান, বন্দর সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপণী বিতানের সামনে পৌঁছলে ২ জন অজ্ঞাত দুষ্কৃতকারী তার গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানাল এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিসহ পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত চলমান রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত