বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২৩: ৫৯

বাগেরহাটে হায়াত উদ্দিন (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে শহরের হাড়িখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ও এর পেছনে কী কারণ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের উত্তর হাড়িখালি এলাকার শেখ নিজাম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত