দায়বদ্ধতা ও মানবিক চিন্তা থেকে উন্মুক্ত কবরস্থান : বাগেরহাট পুলিশ সুপার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২০: ৩৩
আপডেট : ১১ জুলাই ২০২৫, ২০: ৩৪

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চিন্তা থেকে সর্বসাধারণের জন্য 'শিখা উন্মুক্ত কবরস্থান' প্রতিষ্ঠা করা হয়েছে বললেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কবরস্থানের উদ্বোধন করেন তিনি।

বাগেরহাট সদর উপজেলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ‘শিখা কবরস্থান’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এই কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাহিদুজ্জামান রাজু ভট্টকানপুর হাফেজ মো. আলী আহম্মেদ, সাংবাদিক ও সমাজসেবক শেখ মিরানুজ্জামান (মিরন)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিল্পপতি ও সমাজসেবক রাজু আহম্মেদ জানান, "মানুষের শেষ ঠিকানাটাও হোক সম্মানজনক ও সবার জন্য উন্মুক্ত—এই ভাবনা থেকেই শিখা কবরস্থানের যাত্রা।
তিনি আরও জানান, এই কবরস্থানের পাশে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং এটি মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।
এই কবরস্থান পরিচালনা করবেন ফাইয়াজ স্টেট’ নামক একটি মানবিক সংগঠন।

বিজ্ঞাপন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত