সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা শহর থেকে তাকে আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলায় রেজাউল করিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জুন সাতক্ষীরা-৪ আসনের সাবেক তিন সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়। শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ ওই মামলাটি করেন। গ্রেপ্তার জি. এম রেজাউল করিম ওই মামলার ১২ নম্বর আসামি।
রেজাউল করিম কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জগলুল হায়দারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

