আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে: গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ছুটে আসছেন। ডুমুরিয়া-ফুলতলা জনপদে দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে নির্বাচনি প্রচার শেষে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি দল। দেশের মানুষ ৫৪ বছরের শাসনে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, বিদেশে অর্থ পাচার, বিচার বিভাগে হস্তক্ষেপ, বিরোধী মতকে দমনপীড়ন, গুম-খুন ও মিথ্যা মামলায় হয়রানি ছাড়া কিছুই পায়নি। আবার সরকারি দলের লোকেরা গুরুতর অপরাধ করেও জামিন পেয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ইসলামি চেতনা, জুলাই আন্দোলনের চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী ১০টি দল একত্রিত হয়ে একটি ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন