খুলনা ব্যুরো
খুলনার আকাশে যেন ভেসে উঠেছিল প্রতিরোধের সুর। উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির প্রাচীন মিলনায়তন শনিবার সন্ধ্যায় রূপ নিল কবিতা ও আবৃত্তির উচ্ছ্বাসে।
২৪ জুলাইয়ের রক্তস্নাত গণঅভ্যুত্থানের স্মৃতি আর সেই বিজয়ের মর্মবাণীকে ধারণ করে অনুষ্ঠিত হলো ‘জুলাই বিপ্লবের পঙক্তিমালা’ শীর্ষক কবিতা পাঠের আসর ও ‘জুলাই পদক–২০২৫’ প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল প্রতিধ্বনি ছিল একটাই—কালচারাল ফ্যাসিজমকে প্রতিহত করে মুক্তচেতনার শিল্প-সাহিত্য বিকাশের অঙ্গীকার।
সন্ধ্যা ঘনিয়ে এলে মিলনায়তন ভরে ওঠে কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী আর সাংস্কৃতিক কর্মীদের পদচারণায়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজন।
সভাপতিত্ব করেন খুলনা কবি সাহিত্যিক ফোরামের আহবায়ক এস এম আয়ুব আলী। সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম মল্লিক। একের পর এক আবৃত্তি, বক্তব্য আর কবিতার ধ্বনি মিলনায়তনের চারপাশে ছড়িয়ে দেয় এক ধরনের প্রতিরোধী আবেগ।
অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু থেকে শুরু করে সাংবাদিক এহতেশামুল হক শাওন, কবি ফিরোজ আহমেদ কিংবা আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান লাভলু—সবাই মিলে তুলে ধরেন একটি অভিন্ন বার্তা, ‘সংস্কৃতি শুধু বিনোদনের উপকরণ নয়; সংস্কৃতি প্রতিরোধের শক্তি, মুক্তির হাতিয়ার।’
রক্তাক্ত জুলাই অভ্যুত্থানকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে আটজনকে প্রদান করা হয় জুলাই পদক–২০২৫। ছড়াকার জগলুল হায়দার থেকে শুরু করে লেখক গবেষক কাবেদুল ইসলাম, প্রকাশক কাদের বাবু কিংবা অনলাইন এক্টিভিস্ট দিপ্র হাসান—সবার অবদান আলাদা হলেও লক্ষ্য একটিই, মুক্তচিন্তার চর্চা।
বিশেষভাবে সম্মানিত হন আহত জুলাইযোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল এবং সাংবাদিক মো. এম এ সাদী, যাদের জীবনের ঝুঁকি নেয়া সংগ্রাম উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
এই আয়োজন নিছক পুরস্কার প্রদান বা কবিতা পাঠের আসর নয়। এর ভেতরে লুকিয়ে আছে গভীর বার্তা—সংস্কৃতি যদি দমন হয়, তবে মানুষের মুক্ত চিন্তাও শৃঙ্খলিত হয়। আর তাই, শিল্প-সাহিত্য ও কবিতার মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়াই এই অনুষ্ঠানের মূল শক্তি।
খুলনার সেই রাত ছিল কেবল একটি সাংস্কৃতিক আসর নয়; বরং ছিল এক ধরনের গণঘোষণা। আবৃত্তির ছন্দে, কবিতার উচ্চারণে আর সম্মাননার গৌরবে উচ্চারিত হলো মুক্তির বাণী—
‘কালচারাল ফ্যাসিজম হটুক, মুক্তচিন্তার শিল্প-সাহিত্য জাগুক।’
খুলনার আকাশে যেন ভেসে উঠেছিল প্রতিরোধের সুর। উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির প্রাচীন মিলনায়তন শনিবার সন্ধ্যায় রূপ নিল কবিতা ও আবৃত্তির উচ্ছ্বাসে।
২৪ জুলাইয়ের রক্তস্নাত গণঅভ্যুত্থানের স্মৃতি আর সেই বিজয়ের মর্মবাণীকে ধারণ করে অনুষ্ঠিত হলো ‘জুলাই বিপ্লবের পঙক্তিমালা’ শীর্ষক কবিতা পাঠের আসর ও ‘জুলাই পদক–২০২৫’ প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল প্রতিধ্বনি ছিল একটাই—কালচারাল ফ্যাসিজমকে প্রতিহত করে মুক্তচেতনার শিল্প-সাহিত্য বিকাশের অঙ্গীকার।
সন্ধ্যা ঘনিয়ে এলে মিলনায়তন ভরে ওঠে কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী আর সাংস্কৃতিক কর্মীদের পদচারণায়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজন।
সভাপতিত্ব করেন খুলনা কবি সাহিত্যিক ফোরামের আহবায়ক এস এম আয়ুব আলী। সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম মল্লিক। একের পর এক আবৃত্তি, বক্তব্য আর কবিতার ধ্বনি মিলনায়তনের চারপাশে ছড়িয়ে দেয় এক ধরনের প্রতিরোধী আবেগ।
অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু থেকে শুরু করে সাংবাদিক এহতেশামুল হক শাওন, কবি ফিরোজ আহমেদ কিংবা আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান লাভলু—সবাই মিলে তুলে ধরেন একটি অভিন্ন বার্তা, ‘সংস্কৃতি শুধু বিনোদনের উপকরণ নয়; সংস্কৃতি প্রতিরোধের শক্তি, মুক্তির হাতিয়ার।’
রক্তাক্ত জুলাই অভ্যুত্থানকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে আটজনকে প্রদান করা হয় জুলাই পদক–২০২৫। ছড়াকার জগলুল হায়দার থেকে শুরু করে লেখক গবেষক কাবেদুল ইসলাম, প্রকাশক কাদের বাবু কিংবা অনলাইন এক্টিভিস্ট দিপ্র হাসান—সবার অবদান আলাদা হলেও লক্ষ্য একটিই, মুক্তচিন্তার চর্চা।
বিশেষভাবে সম্মানিত হন আহত জুলাইযোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল এবং সাংবাদিক মো. এম এ সাদী, যাদের জীবনের ঝুঁকি নেয়া সংগ্রাম উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
এই আয়োজন নিছক পুরস্কার প্রদান বা কবিতা পাঠের আসর নয়। এর ভেতরে লুকিয়ে আছে গভীর বার্তা—সংস্কৃতি যদি দমন হয়, তবে মানুষের মুক্ত চিন্তাও শৃঙ্খলিত হয়। আর তাই, শিল্প-সাহিত্য ও কবিতার মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়াই এই অনুষ্ঠানের মূল শক্তি।
খুলনার সেই রাত ছিল কেবল একটি সাংস্কৃতিক আসর নয়; বরং ছিল এক ধরনের গণঘোষণা। আবৃত্তির ছন্দে, কবিতার উচ্চারণে আর সম্মাননার গৌরবে উচ্চারিত হলো মুক্তির বাণী—
‘কালচারাল ফ্যাসিজম হটুক, মুক্তচিন্তার শিল্প-সাহিত্য জাগুক।’
আজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১ মিনিট আগেচট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ পাহারা ভেঙে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশ নামের আরেক যুবককেও আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
৬ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে এসে চলন্ত অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
৭ মিনিট আগেকক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে