নড়াইলের কালিয়ায় ভারতীয় মদসহ এক নারী আটক

উপজেলা প্রতিনিধি, কালিয়া (নড়াইল)
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১৩: ০০

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ হালিমা বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হালিম যশোর জেলার ঝিকরগাছা থানার নাভারণ গ্রামের মৃত কালাম মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কালিয়া থানার এসআই সাইফুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চনপুর খেয়াঘাট থেকে মাদক ব্যবসায়ী ওই নারীকে ভারতীয় মদসহ আটক করে।

আটক ওই নারীর নামে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রয়েছে (নং- ৬/৪৬, তারিখ ০৩-০২-২০২২)।

এ বিষয়ে কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, হালিমা বেগমের নামে মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার তাকে নড়াইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত